ভূমি উন্নয়ন কর পরিশোধ অনলাইনে - জমির খাজনা অনলাইনে
প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে এখন প্রায় সকল সেবাই অনলাইন ভিত্তিক হয়ে গেছে। তাই এখন জমির খাজনাও অনলাইনে দেয়া যায়। এর ফলে জমির মালিকদের জমির খাজনা পরিশোধের জন্য সময় এবং কষ্ট দুটোই সাশ্রয় হয়। তবে অনলাইনে প্রথমবার খাজনা দিতে গিয়ে অনেককেই বিভ্রান্তিতে পড়তে হয়। কেননা অনলাইনে খাজনা দেয়ার পদ্ধতি এখনো সবার কাছে সুপরিচিত নয়।
তাই অনলাইনে খাজনা পরিষদের জন্য কি কি কাগজপত্র এবং তথ্য প্রয়োজন কিংবা অনলাইনে খাজনা পরিশোধের ধাপগুলো কি কি তা আজকের এই আলোচনায় জানার চেষ্টা করব। এই ধাপগুলো জানা থাকলে আপনিও পারবেন ঘরে বসে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে।
প্রথমবার অনলাইনে খাজনা দিতে প্রয়োজনীয় ডকুমেন্টস
অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে হলে নিচের কাগজপত্রগুলো প্রস্তুত রাখতে হবেঃ
- সর্বশেষ রেকর্ড/খারিজ খতিয়ানের কপি
- পূর্ববর্তী দাখিলার কপি (যদি থাকে)
- জাতীয় পরিচয়পত্রের কপি
- জমির মৌজা, খতিয়ান নম্বর, হোল্ডিং নম্বর ও বিভাগ, জেলা, উপজেলা সংক্রান্ত তথ্য
বিশেষ দ্রষ্টব্যঃ যদি চার বছরের অধিক সময়ের খাজনা বকেয়া থাকে এবং পূর্ববর্তী খাজনার রশিদ অনলাইন না হয়, তাহলে প্রথমবার ইউনিয়ন ভূমি অফিস থেকে খাজনা পরিশোধ করা উত্তম।
ধাপে ধাপে অনলাইনে জমির খাজনা পরিশোধ পদ্ধতি
- ধাপ-১ঃ ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন ( ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://lsg-land-owner.land.gov.bd/login )
- ধাপ-২ঃ নাগরিক নিবন্ধন করুন ( মোবাইল নং, জন্ম তারিখ, আইডি নং দেয়ার পর ওটিপি নং পাবেন)
- ধাপ-৩ঃ প্রোফাইল সেটিং করুন ( প্রফাইলের তথ্যগুলি পুরন করুন)
- ধাপ-৪ঃ জমির খতিয়ান যুক্ত করুন
- ধাপ-৫ঃ হোল্ডিং ও ভূমি উন্নয়ন করের তথ্য পূরণ করুন
- ধাপ-৬ঃ পেমেন্ট অপশন সিলেক্ট করুন
- ধাপ-৭ঃ ই-পেমেন্ট করুন
- ধাপ-৮ঃ খাজনা রশিদ ডাউনলোড করুন
খতিয়ানে নাম আছে এমন যে কোন একজন ব্যাক্তি খাজনা দিতে পারবেন। ওয়ারিশান হলে ওয়ারিশ সনদ সংযুক্ত করে খাজনা দেয়া যাবে।
যাদের এনআইডি কার্ড নেই, তারা নিজেদের একজন প্রতিনিধির নির্বাচন করে তার মাধ্যমে খাজনা দিতে পারবেন, তবে প্রতিনিধিকে অবশ্যই ন্যায্য প্রমাণপত্র দাখিল করতে হবে। পাশাপাশি খতিয়ানে থাকা সকল জমির খাজনা একসাথে দিতে হবে, আংশিক খাজনা দেয়ার কোনো নিয়ম নেই।
সূত্র: https://tinyurl.com/2p82bvda
T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url