ইলন মাস্কের পাই ফোন - লাগবেনা চার্জ-ইন্টারনেট
বিশ্বজুড়ে টেক লাভার ও আগ্রহীদের কাছে একটি অতি পরিচিত নাম হল ইলন মাস্ক। টেক দুনিয়ার খবর রাখেন কিন্তু ইলন মাস্কের তৈরি টেসলা বা স্পেস এক্স এর নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বহুদিন ধরে শোনা যাচ্ছিল অ্যাপেলের আইফোনের একচেটিয়া বাজারকে টেক্কা দিতে ইলন মাস্ক আনতে যাচ্ছেন নিজস্ব মোবাইল ব্র্যান্ড। টেসলা ফোন বাজারে এসেছে ঠিক, এবার টেসলা ফোনেরই নতুন আরেকটা মডেল আসতে যাচ্ছে বাজারে যে মডেলটির নাম রাখা হয়েছে পাই।
বিভিন্ন টেকনোলজি সাইট থেকে জানা গেছে টেসলার পাই ফোনে থাকবে না কোন চার্জের ঝামেলা। ফোনে থাকবে সোলার চার্জিং ব্যবস্থা। এছাড়াও স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের যে কোন স্থানে চলবে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট। ফোনটিতে থাকছে নিউরোলিংক সুবিধা। নিউরোলিংক হলো এমন একটি প্রযুক্তি যার সাহায্যে মানব মস্তিষ্কের সঙ্গে সংযোগ ঘটানো সম্ভব। টেসলার এই স্মার্টফোন চিন্তার মাধ্যমে পরিচালিত হবে। অর্থাৎ আপনার ভাবনা অনুসারে ফোন কাজ করবে, যাকে ছুঁয়েও দেখতে হবে না।
5G প্রযুক্তির স্যাটেলাইট ফোনটি হবে অন্যতম চমক। অর্থাৎ মহাকাশে থাকা স্টারলিংক
স্যাটেলাইট এর মাধ্যমে ব্যবহার করা যাবে ইন্টারনেট। স্যাটেলাইট ফোনের সবচেয়ে বড়
সুবিধা হলো এটির নেটওয়ার্কের জন্য স্থানের কোন ভেদাভেদ নেই। এটি পৃথিবীর সবচেয়ে
দুর্গমস্থানেও সচল ইন্টারনেট সেবা দিতে সক্ষম।
এছাড়া ফোনটিতে 4K লেভেলের ৬.৫ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। পারফরম্যান্সের দিক
থেকে ফোনটি একটি স্ন্যাপডাগন ৮৯৮ প্রসেসর দ্বারা চালিত হবে। প্রসেসরটি পেয়ার করা
থাকবে ২ টেরাবাইট স্টোরেজ ক্যাপাসিটর এর সঙ্গে। মাস্কের চলমান প্রজেক্ট স্টারলিংক
সেই প্ল্যাটফর্ম তৈরি করে চলেছে। এখন বরং ওই প্লাটফর্মকে ব্যবহারের জন্য উপযোগী
ডিভাইস হিসেবে যুক্ত হতে পারে স্মার্ট ফোন পাই।
জানা গেছে ফোনটির পেছনে থাকবে ৪ লেন্সের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটি দিয়ে
রাতের তারা ভরা আকাশের ছবি তোলা যাবে কোন ধরনের লং এক্সপোজার ছাড়াই। ফোনের
পেছনের ফটোক্রমিক প্রলেপের কারণে সূর্যের আলোর প্রভাবে বদলে যাবে রং। টেসলার
সোলার প্যানেলের সুবিধা কাজে লাগিয়ে পাই ফোনে দেয়া যাবে চার্জও। ফোনটি দিয়ে
নিয়ন্ত্রণ করা যাবে আপনার পছন্দের গাড়িটিও।
এই বছরের শেষেই বাজারে আসতে পারে ফোনটি। যদিও টেসলা ফোনের ওয়েবসাইটে দেখানো
হচ্ছে না এই ফোনটিকে।
এবারে আসা যাক দামের প্রসঙ্গে। গতানুগতিক ফোন বাজারের দামের তুলনায় এতসব ফিচার সমৃদ্ধ এই ফোনের দাম কতটা হতে পারে? কোন আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও গুঞ্জন শোনা যাচ্ছে এই ফোনটির দাম হতে পারে ৮০০ থেকে ১২০০ ডলার পর্যন্ত যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৯০ হাজার টাকা থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা।
T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url