বি এড পরীক্ষার সাজেশন (শিক্ষায় গবেষণা)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত টিচার্স ট্রেনিং কলেজসমূহের ২০২৩ শিক্ষাবর্ষের ০১ বছর মেয়াদী বিএড প্রশিক্ষনার্থীদের ২য় সেমিস্টার পরীক্ষা শুরু হতে যাচ্ছে ০৩-০৬-২০২৪ তারিখে। বিএড ২য় সেমিস্টার পরীক্ষার প্রকাশিত সময়সূচী অনুযায়ী ০৫/০৬/২০২৪ ইং তারিখে শিক্ষায় গবেষণা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 


বিএড ২য় সেমিস্টার পরীক্ষা ২০২৩ কে সামনে রেখে আমরা সম্ভাব্য প্রশ্নগুলোকে বাছাই করে শিক্ষায় গবেষণা বিষয়ের পরীক্ষার প্রস্তুতির জন্য একটি সাজেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি এই সাজেশন আপনাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সহায়ক হবে।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

  1. শিক্ষা গবেষণা বলতে কী বুঝায়?
  2. দুজন ব্যক্তির নাম উল্লেখপূর্বক গবেষণার ধারণা ব্যাখ্যা করুন।
  3. শিক্ষা গবেষণার ক্ষেত্রসমূহের নাম উল্লেখ করুন।
  4. ঐতিহাসিক গবেষণার দুটি উৎস উল্লেখ করুন।
  5. জরিপ গবেষণার বৈশিষ্ট্য লিখুন।
  6. জরিপ গবেষণার উদ্দেশ্য কী?
  7. মৌলিক গবেষণা কী?
  8. মৌলিক ও ফলিত গবেষণার দুটি পার্থক্য লিখুন।
  9. তথ্যবিশ্ব (Population) বলতে কী বুঝায়?
  10. সহ-সম্পর্ক কী?
  11. সামাজিক গবেষণা সমস্যা নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো লিখুন।
  12. গবেষণায় সাহিত্য পর্যালোচনা কেন করা হয়?
  13. গবেষণা পর্যালোচনা বলতে কী বুঝায়?
  14. গবেষণার নৈতিকতা কী?
  15. নমুনায়ন কী? ব্যাখ্যা করুন।
  16. নমুনা ও সমগ্রক এর উদাহরণ দিন।
  17. সরল দৈবচয়িত নমুনায়নের চারটি সুবিধা লিখুন।
  18. উত্তম প্রশ্নমালার চারটি বৈশিষ্ট্য লিখুন।
  19. প্রশ্নমালা তৈরিতে বিবেচ্য বিষয় গুলো কী কী?
  20. গবেষণা প্রস্তাবনা বলতে কী বুঝায়?
  21. কেন্দ্রীয় প্রবণতা কী?
  22. আদর্শ বিচ্যুতি কী? ব্যাখ্যা করুন।
  23. রেটিং স্কেল কী?
  24. চেকলিস্ট কী?

রচনামূলক প্রশ্ন

  1. শিক্ষা গবেষণার উদ্দেশ্য সমূহ লিখুন।
  2. শিক্ষা গবেষণার বৈশিষ্ট্যগুলো লিখুন।
  3. শিক্ষা গবেষণার গুরুত্ব উল্লেখ করুন।
  4. শিক্ষা গবেষণার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করুন।
  5. গবেষণার শ্রেণীবিভাগ উল্লেখ করুন।
  6. মৌলিক ও সামাজিক গবেষণার মধ্যে পার্থক্য লিখুন।
  7. গুণগত গবেষণায় ব্যবহৃত হয় এমন দুটি পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দিন।
  8. শিক্ষায় মিশ্র পদ্ধতির গবেষণার সুবিধাগুলো কী কী?
  9. কর্মসহায়ক গবেষণা কী? উদাহরণ দিন।
  10. কর্মসহায়ক গবেষণার বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করুন।
  11. কর্মসহায়ক গবেষণায় গবেষক নিজে কিভাবে লাভবান হন? ব্যাখ্যা করুন।
  12. কর্মসহায়ক গবেষণা চক্রাকারে চলতে থাকে- উক্তিটি বুঝিয়ে লিখুন।
  13. গবেষণায় ট্রাইএঙ্গুলেশন (Triangulation)কী?
  14. উদাহরণসহ ট্রাইএঙ্গুলেশন (Triangulation) এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন।
  15. উত্তম নমুনা নির্বাচনে সতর্কতাসমূহ লিখুন।
  16. দৈবচয়িত নমুনায়নের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করুন।
  17. শ্রেণীবিভাগ উল্লেখপূর্বক নমুনায়ন বর্ণনা করুন।
  18. গবেষণায় নমুনায়ন কেন নিতে হয়? বর্ণনা করুন।
  19. উপাত্ত বিশ্লেষণের কৌশলগুলো বর্ণনা করুন।
  20. গবেষণায় উপাত্ত বিশ্লেষণের গুরুত্ব লিখুন।
  21. গবেষণা প্রস্তাব পত্রের উপাদানসমূহ বর্ণনা করুন।
  22. গবেষণা প্রস্তাব পত্রের প্রয়োজনীয়তা লিখুন।
  23. একটি গবেষণা প্রস্তাব পত্রের কাঠামো সংক্ষেপে উল্লেখ করুন।
  24. নিচের পৌণঃপূন্য বন্টন থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করে ফলাফল ব্যাখ্যা করুন।
শ্রেণী ব্যবধান পৌনঃপুন্য
৯০-৯৯
৮০-৮৯
৭০-৭৯ ১২
৬০-৬৯ ১৬
৫০-৫৯
৪০-৪৯
৩০-৩৯
N=৫০

    25. নিচের পৌণঃপূন্য বন্টন থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করুন এবং ফলাফল ব্যাখ্যা করুন।

শ্রেণী ব্যবধান পৌনঃপুন্য
৯০-৯৯
৮০-৮৯
৭০-৭৯
৬০-৬৯ ১২
৫০-৫৯
৪০-৪৯
৩০-৩৯
N=৪০

টীকা

  1. কেস স্টাডি
  2. রেফারেন্সিং
  3. ডকুমেন্ট এনালাইসিস
  4. এফজিডি (FGD)
  5. শিক্ষায় কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব
  6. প্রাথমিক ও মাধ্যমিক উপাত্ত
  7. জরিপ গবেষণা
  8. সাক্ষাৎকার পদ্ধতি
  9. উদ্দেশ্যমূলক নমুনায়ন
  10. পর্যবেক্ষণ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url