রাজশাহী থেকে খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া
আমরা প্রায় সকলেই ঘুরতে যেতে বেশ পছন্দ করি। ঘুরতে যাওয়ার জন্য একটি উল্লেখযোগ্য এলাকা হল খুলনা অঞ্চল। খুলনা অঞ্চলে গেলে আপনার অনেকগুলো দর্শনীয় স্থান দেখার সুযোগ হবে। খুলনার প্রধান আকর্ষণ হল সুন্দরবন। এছাড়াও আপনি এ অঞ্চলে ঘুরতে গেলে পাবেন বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এবং খান জাহান আলীর মাজার।
যারা ভোজন রসিক রয়েছেন তাদের জন্য এ অঞ্চলে রয়েছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ খাওয়ার সুযোগ। কখনো খুলনা যাওয়ার সুযোগ হলে চুই ঝাল দিয়ে গরুর মাংস খেতে যেন ভুলবেন না। এখন প্রশ্ন হতে পারে খুলনা যাওয়ার উত্তম উপায় কি। খুলনায় যাওয়ার জন্য সবচাইতে সুবিধাজনক বাহন হলো ট্রেন। ট্রেন ভ্রমণ পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আপনি যদি রাজশাহী থেকে খুলনায় ভ্রমণ করতে চান তাহলে এই নির্দেশনা গুলো আপনার জন্যই। তাহলে আসুন জেনে নেই রাজশাহী থেকে খুলনা ট্রেনের সময়সূচী।
পোস্ট সূচিপত্র: রাজশাহী থেকে খুলনা ট্রেনের সময়সূচী
আমাদেরকে শুধুমাত্র ভ্রমণের জন্যই যে খুলনা যেতে হবে বিষয়টি এমন নয়। কোন ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক কোনো কাজেও খুলনা যেতে হতে পারে। তাই আপনি যদি রাজশাহীর বাসিন্দা হন অথবা রাজশাহী থেকে খুলনা যেতে চান তাহলে নিম্নোক্ত তথ্যগুলো আপনার কাজে আসবে। এখানে রাজশাহী থেকে খুলনা ট্রেনের সময়সূচী সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি।
সাগরদাড়ি এক্সপ্রেস
- ট্রেন ছাড়ার স্থানঃ রাজশাহী রেলওয়ে স্টেশন
- ট্রেন ছাড়ার সময়ঃ সকাল ৬:০০ টা
- টিকেট প্রাপ্তির স্থানঃ স্টেশন অথবা অনলাইন
- ভাড়া বা টিকিটের মূল্যঃ S_CHAIR- ৩৬০ টাকা, AC_S- ৮২৮ টাকা
- মধ্যবর্তী স্টেশন সমূহঃ আব্দুলপুর, আজিমনগর, ঈশ্বরদী, পাকশী, ভেড়ামারা, মিরপুর, পোড়াদহ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা, সাফদারপুর, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর, নোয়াপাড়া।
- পৌঁছানোর সময়ঃ দুপুর ১২ঃ১০ টা
- বন্ধের দিনঃ সোমবার
কপোতাক্ষ এক্সপ্রেস
- ট্রেন ছাড়ার স্থানঃ রাজশাহী রেলওয়ে স্টেশন
- ট্রেন ছাড়ার সময়ঃ দুপুর ২ঃ৩০ টা
- টিকেট প্রাপ্তির স্থানঃ স্টেশন অথবা অনলাইন
- ভাড়া বা টিকিটের মূল্যঃ S_CHAIR- ৩৬০ টাকা, AC_S- ৮২৮ টাকা
- মধ্যবর্তী স্টেশন সমূহঃ আজিমনগর, ঈশ্বরদী, পাকশী, ভেড়ামারা, মিরপুর, পোড়াদহ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা, সাফদারপুর, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর, নোয়াপাড়া
- পৌঁছানোর সময়ঃ রাত ৮ঃ২৫ টা
- বন্ধের দিনঃ শুক্রবার
পরিশেষে কথা হচ্ছে আপনার যাত্রা হোক শুভ এবং বেড়ানো হোক আনন্দের। তবে লক্ষ রাখবেন বিনা টিকিটে রেল ভ্রমণ আইনত দণ্ডনীয়। তাই যাত্রার পূর্বে টিকিট সংগ্রহ করুন এবং স্বাচ্ছন্দে গন্তব্যে পৌঁছান।
T Time Trend এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url